শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় এই কার্যক্রম শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। হল সংসদের পদের জন্য ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকায় মনোনয়ন ফরম সংগ্রহ করা যাচ্ছে। এদিকে, আজ চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার হয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে আগামী রোববার প্রথামিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আপত্তিগ্রহণ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে...