অবরোধের ফলে যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ, র্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মাঠে অবস্থান করছে। আরো পড়ুন :রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার তালিকা প্রকাশ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সীমান্ত পুনর্বহালের দাবিতে গত শুক্রবারও দুই দফায় মহাসড়ক অবরোধ করা হয়েছিল। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের আগে সদরপুর ও চরভদ্রাসন ফরিদপুর-৪ এবং ভাঙ্গা ফরিদপুর-৫ আসনে ছিল। পরে পুনর্বিন্যাসের মাধ্যমে ফরিদপুরের পাঁচ আসন কমিয়ে চার আসন করা হয়। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার...