চুয়াডাঙ্গায় ইলিশ মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে স্বস্তি নেই। গত বছরের তুলনায় ইলিশের দাম এবার দ্বিগুণ ছাড়িয়েছে। ভারতে ইলিশ রপ্তানির খবরের জেরেই দেশের ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহরের কোর্টমোড়সহ বিভিন্ন বাজারে ইলিশের এই চড়া দামের চিত্র দেখা গেছে। তবে ক্রেতাদের দাবি, ইলিশের বাজারে নিয়মিত মনিটরিং করা হলে দামে স্বস্তি ফিরবে।সরেজমিনে বাজার ঘুরে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের ইলিশ ভারতে যাবে। আর এর প্রভাব পড়েছে সারাদেশের মতো চুয়াডাঙ্গার বাজারেও। প্রতি কেজি সাইজের ইলিশের দাম দ্বিগুণেরও বেশি ছাড়িয়েছে। এতে ইলিশ কিনতে আসা ক্রেতারা নাজেহাল অবস্থায় পড়েছেন। মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৩০০ টাকায়, যা গত বছরের তুলনায় ৫০০-৬০০ টাকা বেশি। গতবারের তুলনায় ১০০ টাকা বেড়ে ঝাটকা ইলিশের কেজি ৪০০ টাকা। আর গুটকা ইলিশের দাম কেজিতে ৩০০...