নেপালের শীর্ষস্থানীয় আট রাজনৈতিক দল পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল কর্তৃক পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে তারা অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের ঘোষণা দেয়ার এখতিয়ার তার নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায়। বিবৃতিতে নেপাল কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওয়িস্ট সেন্টারসহ মোট আটটি দলের প্রধান হুইপ স্বাক্ষর করেন। পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাই বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর এই দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, নেপালের জেন-জি বিদ্রোহের পর নতুন সূচনা হলেও নিহতদের পরিবারে রয়ে গেছে আপনজন হারানোর শোকের ক্ষত। দুই দিনের বিক্ষোভে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। সরকার পতনের নেতৃত্ব দেয়া তরুণ প্রজন্মের বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পাশাপাশি নেপালজুড়ে সরকারবিরোধী আন্দোলনে আহত হয়েছেন...