ঝালকাঠিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এতে আতঙ্কিত হয়ে উঠেছেন স্থানীয়রা। চিকিৎসকেরা বলছেন, এ বছর বর্ষার স্থায়িত্ব বাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেশি। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা। ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৭০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, দুই শতাধিক। এদের মধ্যে সদর উপজেলায় ৮২, রাজাপুরে ৭০, নলছিটিতে ২৮ এবং কাঠালিয়ায় ৩২ জনের। আর জুলাই-আগস্টে...