জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৯১৯ জন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোট কাস্ট হয়েছে ৮,০১৬টি অর্থাৎ ৬৭ দশমিক ৯ শতাংশ। এদিকে, বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনা শেষ হয় রবিবার দুপুরে। তাই প্রশ্ন উঠেছে এই কম সংখ্যক ভোট গণনায় এতো সময় কেন লাগলো? ভোট গণনা শুরু হওয়ার পরই নির্বাচন কমিশন থেকে শুক্রবার সকালে শেষ হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। তবে এরপর দফায় দফায় পরিবর্তিত করা হয় ফল ঘোষণার সময়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর, রাত পার হয়ে সেটা শনিবার সকালে ঘোষণার সময় নির্ধারণ করা হলেও পরবর্তীতে জানানো হয় শনিবার সন্ধ্যায় হবে ফলাফল ঘোষণা। এবং দীর্ঘসূত্রিতা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে যেমন...