ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। জেলা মহিলা দলের সদস্য নাজমা বেগম কলির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষার অন্যতম কণ্ঠস্বর। নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।তারা আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার ভিত্তিতে গঠিত মহিলা দল দীর্ঘ...