১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ২২ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, বাইসাইকেল, কীটকাশক, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২৭ লাখ ২২ হাজার টাকা বলে জানায় বিজিবি। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের...