নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতের একক বৃহত্তম বাজার। সম্প্রতি মার্কিন শুল্কনীতি পরিবর্তনের কারণে কিছুটা শঙ্কা তৈরি হলেও বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর ফলে তৈরি পোশাক রপ্তানিতে দেশের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের শুল্ক হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা এখন বেশি আগ্রহ দেখাচ্ছেন। চীন ও ভারতের হারানো পোশাক অর্ডারের একটি বড় অংশ বাংলাদেশে চলে আসছে। এরই প্রেক্ষিতে চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২১.৬৬%, যা মোট ৪৯৮ কোটি ডলার। শুধু জুলাই মাসেই রপ্তানি হয়েছে ৭০ কোটি ডলারের পোশাক। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)–এর হালনাগাদ পরিসংখ্যান বলছে, এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪ হাজার ৫৮০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে,...