বাগেরহাটের আসন পুনর্বহালের দাবিতে সরকারি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিসসহ অন্যান্য দপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। এম এ সালাম আরও জানান, বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত। এছাড়া জেলার ৯টি উপজেলার সব সরকারি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে সকাল ৮টা থেকে; যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এম এ সালাম আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে নানা কর্মসূচি চলমান থাকবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসি...