বহু ব্যবহারকারী দুর্ঘটনায় পড়ার পর এই SOS ফিচার ব্যবহার করে উদ্ধার পেয়েছেন। এটি বিশেষভাবে কাজে আসে পাহাড়ি, জঙ্গল বা সমুদ্রপথে ভ্রমণের সময়, যেখানে নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। সম্প্রতি উন্মোচন হওয়া Apple Watch Ultra 3-তেও স্যাটেলাইট SOS সংযোগ যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে অ্যাপলের আরও ডিভাইসে এই প্রযুক্তি যুক্ত হবে, যাতে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকেও সংযুক্ত থাকতে পারেন। ২০২৬ সালের পর এই সুবিধা ব্যবহারে খরচ কত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে,...