দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ থেকে ৯ লাখ) গুনতে হতে পারে। দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘খেলাধুলার পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। কেউ আইন ভাঙলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ দুই দলই দারুণ ছন্দে মাঠে নামছে। নিজেদের...