১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকায় বৃষ্টির মধ্যে হাঁটু পরিমাণ পানিতে গণশৌচাগারের বেইজ ঢালাইয়ের কাজ চলছে। নিচে জমে থাকা হাঁটু পরিমাণ পানি, কাদামাটি ও বৃষ্টির মধ্যে ঢালাই কাজ করায় গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গণশৌচাগার নির্মাণাধীন স্থানে আগে থেকে জমে থাকা হাঁটু পরিমাণ পানি ও বৃষ্টির মধ্যে বেইজ ঢালাইয়ের করছেন লাকী এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌরসভার ৩টি গণশৌচাগারের কাজে একের পর এক অনিয়ম ও নিম্নমানের কাজ করে যাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ঘনিষ্ঠ হওয়ায় শত অনিয়ম করার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।' সরেজমিনে দেখা যায়, ’চারদিকে ঝুম বৃষ্টি হচ্ছে, আগে থেকে নির্মাণাধীন স্থানে জমে রয়েছে পানি। এর উপর হচ্ছে...