১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঐতিহাসিক বগারা খাল দখল করে বহুতল মার্কেট, বাড়িঘর ও ফিশারি নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যুরা। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে শত একর আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ২৩ কিলোমিটার দীর্ঘ এ খাল একসময় নৌচলাচল ও সেচের জন্য ব্যবহৃত হতো। তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খনন কর্মসূচির পর খালের প্রস্থ ছিল একশ ফুটেরও বেশি। কিন্তু ২০০০ সালের পর থেকে প্রভাবশালীরা প্রশাসনের নীরবতার সুযোগে খাল দখল শুরু করে। বর্তমানে খালের অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। স্থানীয় কৃষকদের অভিযোগ, খাল ভরাট করায় বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে সেচের অভাবে জমি অনাবাদি পড়ে থাকে। ফলে জীনারী, বিলবাগমারা, হলিমা, ধলাপাতা, রামেশ্বরপুর, তারাপাশা, কালিয়ান, সানুজ্জিয়াল ও...