১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম বেনাপোলে ট্রাকের চাপায় চয়ন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত যুবক একই থানার কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,যশোরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান চয়ন। নিহত যুবক মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। এসময় তার সাথে থাকা অপর যুবককে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)...