ঝরে গেলেন বাংলার সংগীত আকাশের উজ্জ্বলতম এক নক্ষত্র। নাম তার ফরিদা পারভীন। তার কণ্ঠ শুধু কণ্ঠ ছিল না, ছিল যেন কোনো অলৌকিক আশীর্বাদ—এক অদৃশ্য স্পর্শ, যা লালন সাঁইয়ের অমর বাণীকে বাংলার প্রতিটি পথ-প্রান্তরে ছড়িয়ে দিয়েছে, মানুষের হৃদয়ের গভীরে অমোঘ ছাপ এঁকে দিয়েছে। তাই যখন তার বিদায়ের খবর কানে এলো, তখন হৃদয়ের ভেতর নেমে এলো সীমাহীন শূন্যতা, এক অদ্ভুত হাহাকার। মনে হলো যেন শুধু একজন শিল্পী নয়, বিদায় নিলেন এক যুগ, থেমে গেল এক সুরের নদীর অনন্ত স্রোতধারা। পৃথিবীর অমোঘ নিয়মে আমাদের চিরচেনা হাসি, প্রাণোচ্ছল কণ্ঠ আর অনন্ত সুর চিরতরে স্তব্ধ হয়ে গেল। ফরিদা পারভীনের গান বাংলার আত্মার সুর হয়ে যুগে যুগে ধ্বনিত হয়েছে। এই কিংবদন্তি শিল্পী শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন জীবন্ত ইতিহাস, বাউল ফকিরদের গভীর দর্শনের নিবেদিতপ্রাণ...