পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তান তালেবানের (টিটিপি) তিনটি আস্তানায় গত কয়েক দিনে একাধিক অভিযান চালিয়েছে। এতে অন্তত ১৯ সেনা সদস্য ও ৪৫ জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার (১৩ সেপ্টেম্বর) জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় এক অভিযানে ২২ জন জঙ্গি নিহত হয়। অপরদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে আলাদা অভিযানে আরও ১৩ জন নিহত হয়। এ অভিযানে লড়াই করে ১২ সেনা সদস্য নিহত হন। এছাড়া লোয়ার দির জেলায় এক আস্তানা ঘিরে ফেললে গোলাগুলির মুখে পড়ে সেনারা। এতে সাত সেনা ও ১০ জঙ্গি নিহত হয়। পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সেনাবাহিনী বলছে, টিটিপি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুলে তালেবান সরকারকে এ...