মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মিয়ামির। লিওনেল মেসিকে ফাউল করায় পেনাল্টির সুযোগ আসে। শট নেন বিশ্বজয়ীই, কিন্তু তার পেনাল্টি মিস যেন পরে মিয়ামির পুরো ম্যাচই বদলে দিয়েছে। নিয়মিত স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়া মিয়ামি শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষপর্যন্ত বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে রোববার ৩-০ ব্যবধানে হেরেছে মিয়ামি। ৫৯ শতাংশ বল দখলে রেখে ১০ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে মিয়ামি। বিপরীতে শার্লটের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। শার্লটের পক্ষে তোকলোমাতি পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোন ২১ বা তারচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখলেন তোকলোমাতি। ম্যাচের শুরু থেকে মিয়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। ৩০...