জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার শিক্ষার্থী আহসান লাবিব। মেধাবী ও সক্রিয় এই তরুণ নিজের যোগ্যতায় জয় ছিনিয়ে নিয়েছেন। লাবিব চব্বিশের জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে প্রথমবারের মতো আলোচনায় আসেন। লাবিবের এই অর্জনে শুধু পরিবার বা মহল্লার মানুষই নয়, পুরো জেলার মানুষ গর্বিত হয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর তার নিজের মহল্লায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, প্রান্তিক এলাকা থেকে উঠে এসে জাকসুর নেতৃত্বে জায়গা করে নেওয়া সত্যিই অনুপ্রেরণার। নির্বাচিত হওয়ার পর আহসান লাবিব জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে চান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজশাহীর...