রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে মোট ১৪ শিক্ষার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন থেকে ১১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে ৩ জন শিক্ষার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর বাইরে আবাসিক হলের তথ্যগুলো পেতে কিছুটা সময় লাগবে।’ মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-পরিবেশ সম্পাদক পদে ২ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-মিডিয়া...