ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতাদের নির্মূল করলেই গাজায় যুদ্ধ শেষ হবে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও ইসরায়েল সফরের আগে বলেন, কাতারে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলা তাদের জোটকে ব্যাহত করবে না। নেতানিয়াহু এক্সে বলেছেন, ‘কাতারে বসবাসরত হামাস সন্ত্রাসী প্রধানরা গাজার জনগণের কথা ভাবে না। তারা সব যুদ্ধবিরতি প্রচেষ্টা আটকে দিয়েছে, যেন যুদ্ধকে অনন্তকাল ধরে টেনে নিয়ে যাওয়া যায়। তাদের সরিয়ে ফেলা মানে হবে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের সমাপ্তির পথে প্রধান বাধা দূর হয়ে যাওয়া।’ তার মন্তব্যের কিছুক্ষন পরেই রুবিও সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার হামলা নিয়ে ‘খুশি নন’। তবে এতে দ্বিপক্ষীয় জোট প্রভাবিত হবে না। তিনি বলেন, ‘এটি আমাদের সম্পর্কের প্রকৃতি বদলাবে না, তবে মূলত আমাদের আলোচনা করতে হবে, গাজায় যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টার উপর...