সেই ২০ বছর আগে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোসলের কণ্ঠে একটি গান নতুনভাবে প্রাণ পায়। সেই গানটি ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’। এই গানে কণ্ঠ দিয়ে গায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল আজমেরী নির্ঝরের। একজন নিভৃতচারী মানুষ তিনি। সবসময়ই আলোচনা ও প্রচারের আড়ালে থাকার চেষ্টা করেছেন। অনেক জনপ্রিয় গান উপহার দিয়েও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন শোবিজ থেকে। কিন্তু কেন? সেই উত্তর জানেন কেউই। সাধারণত এমনটা হয়, ক্রেজ ফুরিয়ে গেলেন অনেক তারকাই নিজেকে সরিয়ে রাখেন সবরকম আলোচনা থেকে। কেউ কেউ হতাশায় নিরবে নিভৃতে জ্বলেন। কিন্তু নির্ঝরের ব্যাপারটি মোটেও তেমন নয়। তিনি যখন যে গান গেয়েছেন সেটিই লুফে নিয়েছেন শ্রোতারা। ক্যারিয়ারের মধ্য গগনে থেকে তবে কেন সব আলো নিভিয়ে দিলেন এই গায়িকা, সেটি এক রহস্যই বটে। ফ্রান্স প্রবাসীকে বিয়ে করে...