রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার নারী প্রার্থীদের উপস্থিতি নজরকাড়া। বিভিন্ন পদে মোট ৩৪ জন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আছেন স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। রাকসুর দীর্ঘ ইতিহাসে এ ধরনের ব্যাপক নারী অংশগ্রহণ তাদের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকাকে আরো সুদৃঢ় করেছে। ভিপি পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসিন খান (২০২০-২১ শিক্ষাবর্ষ)। পাশাপাশি তিনি সিনেট সদস্য পদেও লড়ছেন। জিএস পদে রয়েছেন পরমা পারমিতা (২০১৮-১৯), নুসরাত জাহান নুপুর (২০১৯-২০), আছিয়া খাতুন (২০১৯-২০) ও আফরিন জাহান (২০১৮-১৯)। এজিএস পদে লড়ছেন জান্নাত আরা নওশিন (২০২১-২২) ও ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা (২০২০-২১)। ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতাসম্পন্ন ছাত্রদল সমর্থিত নার্গিস খাতুন (২০১৯-২০)। নার্গিস খাতুন বলেন, রাবির ক্রীড়া ক্ষেত্রে প্রশাসনিক অব্যবস্থাপনা...