খেলোয়াড়ি জীবনে বিরাট কোহলির অর্জনের খাতাটা বেশ দীর্ঘ। এই অর্জনের পথে তিনি বহু ভক্ত বানিয়েছেন বিভিন্ন দেশে, বহু সমালোচককেও ভক্ত হয়ে যেতে বাধ্য করেছেন পারফর্ম্যান্স দিয়ে। তেমনই এক ভক্ত আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নেতা ও তালেবান শীর্ষ সদস্য আনাস হাক্কানি। তিনি সম্প্রতি নিজের ক্রিকেটপ্রেমী রূপের দর্শন দিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। গত মে মাসে ইংল্যান্ড সফরের ঠিক আগে কোহলি ও রোহিত টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। হাক্কানি এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে বলেন, ‘রোহিটের টেস্ট থেকে অবসর নেয়া ঠিক ছিল। তবে কোহলির অবসরের কারণ আমি বুঝতে পারিনি। পৃথিবীতে খুব কম মানুষই এত অনন্য। আমার ইচ্ছে ছিল, সে যেন ৫০ বছর পর্যন্ত খেলে যায়।’ তিনি আরও বলেন, ‘হয়তো ভারতীয় মিডিয়ার জন্য...