ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ইউরোপের পূর্বাঞ্চলে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, গত বুধবার এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশের পর ন্যাটো দেশগুলো তাদের সেনা ও যুদ্ধবিমান পূর্ব দিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক, ফ্রান্স এবং জার্মানি সামরিক জোটের পূর্বাঞ্চলকে শক্তিশালী করার জন্য একটি নতুন মিশনে যোগ দিয়েছে। অন্যান্য ন্যাটো মিত্ররা এতে পরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ড আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনার পর ইউরোপজুড়ে এখন উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। পোলিশ ভূখণ্ডে প্রবেশকারী ১৯টি ড্রোনের মধ্যে কয়েকটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া পূর্ব পোল্যান্ডের খেত এবং এমনকি একটি বাড়িতে বিধ্বস্ত হয়েছে ড্রোন। পোল্যান্ড বলেছে, অনুপ্রবেশ...