সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেললেও ইকুয়েডরের মাঠে পরের ম্যাচটা খেলতে যাননি লিওনেল মেসি। সম্প্রতি চোট কাটিয়ে ওঠা মেসি বিশ্রাম নিয়েছিলেন নিজেকে পুরোপুরি ফিরে পেতে। কিন্তু সে বিশ্রাম খুব একটা কাজে আসেনি আর্জেন্টাইন মহাতারকার। এমএলএসের ম্যাচে শারলট এফসির বিপক্ষে আজ নিজের ছায়া হয়ে ছিলেন মেসি। জাল তো খুঁজে পাননি, উল্টো পেনাল্টি মিস করেছেন। মেসির ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের দিনে ইন্টার মায়ামি ম্যাচটা হেরেছে ৩-০ ব্যবধানে। শারলটের মাঠ ব্যাঙ্ক অব আমেরিকাতে ম্যাচের প্রথম বড় সুযোগটা পেয়েছিল মায়ামি। ডানপ্রান্ত থেকে বক্সের ভেতর ক্রস করেছিলেন তাদেও আলেনদে। সে ক্রস মাটিতে পড়ার আগেই জোরালো শট নিয়েছিলেন ইয়র্দি আলবা। কিন্তু স্প্যানিশ লেফট ব্যাকের শট ঠেকিয়ে দেন শারলট গোলকিপার ক্রিস্তিয়ান কাহলিনা। ম্যাচের আধাঘণ্টা যেতেই পেনাল্টি পায় মায়ামি। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি মেসি। আর্জেন্টাইন...