সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। এর ফলে এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। সবশেষ গত ৯ সেপ্টেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়ে সোনার দাম। বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এর আগে, ৮ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এছাড়া, বর্তমানে ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায়। বাজুস জানিয়েছে,...