১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। তফসিল অনুযায়ী, আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন নেওয়া যাবে। এদিকে চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা প্রদান সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে। আজ থেকে বিতরণ শুরু হয়েছে। তফসিল...