বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে। রবিউল ইসলাম নামের অফিসগামী বাসের এক যাত্রী বলেন, প্রতিদিন অফিসে যেতে এক ঘণ্টা লাগে। আজ এক ঘণ্টার বেশি সময় ধরে বাসে বসে আছি। এখনও বনানী পার হতে পারিনি। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায়ও একই দৃশ্য দেখা গেছে। এসব এলাকায় রাস্তায় পানি জমেনি, তবে বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরও প্রকট হয়ে উঠেছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে কম-বেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।...