ঝালকাঠি: রাজাপুরে আওয়ামী লীগের নেতা দুই ভাইয়ের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নামে ভুক্তভোগী এক নারী। রুহানা আক্তার উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকার মৃত হাচেন শরিফ এর মেয়ে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।লিখিত বক্তব্যে রুহানা অভিযোগ করে বলেন, ২০২০ সাল থেকে আমার আত্নীয় অহিদুল ইসলাম শরিফ এবং তার দুই ছেলে মো. রফিকুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের সাথে জমি জমা নিয়া বিরোধ চলে আসছে। অহিদুল ইসলাম শরিফ কিছুদিন আগে মৃত্যুবরণ করলে তার ছেলেরা আরও উগ্র হয়ে আমাদের প্রায়ই হামলা চালায়। তারা ২০২১ সালে আমাদের প্রায় ১২ শতাংশ জমি (সুপারি বাগান) জোরপূর্বক দখলে নিয়ে যায়। আমাদের আয়ের একমাত্র উৎস ভাড়া দেয়া কাঠের দোকান ঘর মেরামত করতে গেলে একাধিকবার মিস্ত্রসহ আমাদের মারধর...