ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় জনতা।রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার ছয়টি স্থানে একযোগে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। তারা তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন।অবরোধের কারণে মহাসড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ ভবনে এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক। ঘোষণায় জানানো হয়, রোববার...