পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এ যাবৎ পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি এক যুবলীগ নেতার। ঢাকার ধামরাইয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও নাশকতা সৃষ্টির মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মাটি খেকো যুবলীগ নেতা সোলায়মান সরকার। গোপন খবরের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ চিরুনি অভিযান চালিয়ে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জলসা গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন পর সবেমাত্র বাড়ি ও বাড়ির লোকজনের খোঁজখবর নিতে আসেন সোলায়মান সরকার। সে গাঙ্গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জলসা গ্রামের আব্দুল কালাম সরকারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান সরকার ও তার ভাই সরকার হুমায়ুন কোভিদ মিলে এলাকায় গড়ে তুলে সন্ত্রাসের এক রাম রাজত্ব। কেউ মাটি বিক্রি করতে না চাইলে জোরপূর্বক জমির...