নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের নদীর কিনারে ভাসতে থাকা মরদেহ দুটি স্থানীয়রা দেখতে পান। তারা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। এর আগে, শনিবার সারাদিন উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর নোফায়েল মিয়ার সাত বছর বয়সী কন্যা উষামনির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকালে স্বপন মিয়ার সাত বছর বয়সী কন্যা লায়লা এবং বর রানা মিয়ার ১৮ বছর বয়সী বোন শিরিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও একজনের নিখোঁজ থাকার...