২০২২ সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার এই ব্যর্থতার রাতেই ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরেছে টানা জয়ের ছন্দে থাকা শার্লট এফসির কাছে। দলটির হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ইদান তোক্লোমাতি। শনিবার রাতে ব্যাংক অব অ্যামেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে মেসির সামনে আসে গোল করার সুবর্ণ সুযোগ। ভিএআরের সিদ্ধান্তে শার্লটের জিব্রিল দিয়ানির ফাউলের কারণে পেনাল্টি পান আর্জেন্টাইন সুপারস্টার; কিন্তু আত্মবিশ্বাসী মেসি প্যানেনকা শটে গোলের চেষ্টা করলে শার্লট গোলকিপার ক্রিস্টিয়ান কাহলিনা দারুণ সেভে সেই গোল আটকে দেন। এর আগে মিয়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতেই গোল করেছিলেন মেসি। সর্বশেষ তিনি পেনাল্টি মিস ছিল ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে। ইন্টার মিয়ামির হয়ে এটাই প্রথম পেনাল্টি মিস তার। মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ হ্যাভিয়ার মাচেরানো ম্যাচ শেষে বলেন, ‘এটা নিয়ে...