গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনা নাগরিকদের বহিষ্কার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি নতুন বিধিনিষেধ আরোপ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসাধারী চীনা নাগরিকরা আর নাসার কোনো স্থাপনা, গবেষণা প্রকল্প বা অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বৈধ ভিসা থাকার পরেও চীনা নাগরিকদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করা হলো। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, যেসব চীনা নাগরিক নাসায় ঠিকাদার বা গবেষণায় অবদান রাখার জন্য শিক্ষার্থী হিসেবে কাজ করছিলেন তারা গত ৫ সেপ্টেম্বর জানতে পারেন যে তারা নাসার সিস্টেম এবং সুযোগ-সুবিধাগুলোতে আর অ্যাক্সেস করতে পারবেন না। এরপরেই নাসার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সংস্থাটির কাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনা নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা, উপকরণ এবং নেটওয়ার্ক ব্যবহার করতে বাধা দেওয়া হবে। মূলত চীনের ত্বরান্বিত মহাকাশ কর্মসূচি যুক্তরাষ্ট্রকে শঙ্কায় ফেলে দিয়েছে...