ঠাকুরগাঁও জেলার সার্কিট হাউজে মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এ সভায় গুরুতর এক অভিযোগ আসে তার কানে। এরপর মিটিং শেষ করে বেরিয়েই সার্কিট হাউজে দাঁড় করানো একটি গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেন তিনি। গাড়িটি তল্লাশি করে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। গাড়িটি বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে; গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি। জানা গেছে, উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসা বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারকে বহনকারী সরকারি গাড়িটি সার্কিট হাউজেই রাখা ছিল। মতবিনিময় সভায় উপস্থিত খামারিদের অভিযোগের ভিত্তিতে গাড়িটির পেছনের অংশে...