১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ এএম রাশিয়ার চলমান আগ্রাসনের কারণে ইউক্রেন এখন চরম আর্থিক ও সামরিক সঙ্কটে রয়েছে। দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ার ফলে কিয়েভ পশ্চিমা মিত্রদের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ডেনিস শ্মিগাল শনিবার জানিয়েছেন, আগামী বছর রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কমপক্ষে ১২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) কিয়েভে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্মিগাল জানান, যুদ্ধ চলার সময় ইউক্রেনকে ন্যূনতম ১২০ বিলিয়ন ডলার প্রয়োজন। যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীকে শক্ত অবস্থায় রাখার জন্য প্রায় একই পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তিনি বলেন, “যদি ব্যয়ে পিছিয়ে যাই, তবে রাশিয়ার কাছে আরও ভূমি হারানোর ঝুঁকি রয়েছে।” এছাড়া তিনি প্রস্তাব দিয়েছেন, পশ্চিমা দেশগুলোর হাতে জব্দ রুশ সম্পদ বাজেয়াপ্ত করে এই অর্থের...