১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা শাখার ৭তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রামগড় বিজয় ভাস্কর্য পার্ক প্রাঙ্গণে একটানা এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থানীয় চেয়ারম্যান উ. ম্রাসাথোয়াই মারমা। কাউন্সিলে প্রধান অতিথি উ.ম্রাসাথোয়াই মারমা বলেন, পার্বত্যাঞ্চল ও সমতলে বসবাসরত মারমা সম্প্রদায়ের লোক অনেক পিছিয়ে রয়েছে। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য...