গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। কিন্তু রাতে আর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ রোববার সকালে স্থানীয়রা ওই যুবকের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে...