বাংলা নাটকের তিন দিকপাল— সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম ও মাসুম রেজা। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে একসাথে যাত্রা শুরু করেছিলেন তারা। সময়ের পরিক্রমায় নাটক ও পরিচালনায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন প্রত্যেকে। এবার দীর্ঘদিন পর আবারও এক ফ্রেমে ধরা দিলেন এই তিন নাট্যস্রষ্টা, সঙ্গে একঝাঁক তারকা। অভিনয়শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলির নতুন বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে মিলিত হন তারা। শুধু তাই নয়, সেই আয়োজনে যোগ দেন টিভি নাটকের আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নাট্যকার মাসুম রেজা লেখেন, “ছবিটার গুণগত মান খুব ভালো না, কিন্তু আমার কাছে এর বিশেষ তাৎপর্য আছে। ছবিতে খুব কাছাকাছি আমরা তিনজন— আমি, সালাহউদ্দিন লাভলু আর গিয়াসউদ্দিন সেলিম। নব্বইয়ের মাঝামাঝি থেকে আমরা একসাথে কাজ শুরু করেছিলাম। লাভলু ডিরেক্টর, সেলিম...