ক্লাব ফুটবলে আবারও ধাক্কা খেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার পেনাল্টি মিস করার দিনে বড় পরাজয় বরণ করল ইন্টার মায়ামি। এতে এমএলএস ফুটবলে শার্লট এফসির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে মেসির দল। আজ রোববার ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে গোটা ম্যাচের বল পজিশনে এগিয়ে ছিল লিওনেল মেসির দল। তবে গোল স্কোরিংয়ে বাজিমাত করে শার্লট এফসি। ইদান তোকলোমাতি করেছেন শার্লটের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক। এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে মায়ামি। প্রথমার্ধে শার্লটের বক্সের ভেতর বল নিয়ে গিয়ে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন মেসি। এতে সুযোগ ছিল ম্যাচে তাদের এগিয়ে যাওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার ধীর গতির শট আটকে দেন প্রতিপক্ষ...