স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় স্বামীকে গলাকেটে করে হত্যা করেন বিরেল চাকমা (৩৫) নামের এক যুবক। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রঞ্জন চাকমা (৩৮)। তিনি স্ত্রীসহ রাঙামাটি থেকে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন। আটক ঘাতক বিরেল চাকমাও রাঙামাটির বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বিরেল কয়েক মাস ধরে উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে কক্সবাজারে এসে উত্তরণে বিরেলের বাসায় আশ্রয়ে থাকতেন রঞ্জন চাকমা ও তার স্ত্রী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রঞ্জন, তার স্ত্রী ও বিরেল একসঙ্গে মদপান করেন। একপর্যায়ে পাশের কক্ষে সুযোগ বুঝে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান বিরেল। ভুক্তভোগী তাৎক্ষণিক স্বামীকে বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিরেল ধারালো ছুরি দিয়ে রঞ্জন চাকমাকে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর...