এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে বড় দুশ্চিন্তায় পড়ে গেল ভারতীয় শিবির। দলের তারকা ব্যাটার ও সহ-অধিনায়ক শুভমান গিল অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গিল হাতে বল লাগার পর যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন। সঙ্গে সঙ্গে দলীয় ফিজিও এসে তাকে দেখেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গিলের পাশে ছিলেন সতীর্থ অভিষেক শর্মা। তিনি পানির বোতল খুলে দেন গিলকে। এসময় অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরও তার সঙ্গে কথা বলেন। যদিও ভারতের শঙ্কার কিছু নেই এখন। কিছুক্ষণ পর গিল আবারও অনুশীলনে যোগ দেন। তবে পাকিস্তান ম্যাচে তাকে ভারত খেলাবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন গিল। সে ম্যাচে তিনি নয় বলে ২০ রানের...