১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ নিন্দা জানায়। ঘটনাটি ঘটে লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার শেষে। মাহফুজ আলমের জন্য নির্ধারিত বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে কয়েকজন বিক্ষোভকারী ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির গতিপথ আটকে রাখার চেষ্টা চালায়। তবে দ্রুত লন্ডন মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত ওই সময় গাড়ির ভেতরে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং উপদেষ্টার কর্মসূচি চলাকালে ‘পূর্ণ নিরাপত্তার’ আশ্বাস দিয়েছে। কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কেও...