কক্সবাজার শহরে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর, তিনি রাঙ্গামাটির বাসিন্দা। আটক করা হয়েছে ৫৪ বছর বয়সী একজনকে, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা স্থানীয় সুপারি বাগানে মজুরের কাজ করতেন। ওই এলাকার বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাত সাড়ে ১১টার দিকে এক নারী তার স্বামীকে মেরে ফেলছে বলে চিৎকার করছিল। আমরা ৫-৭ জন এসে দেখি ওই নারী অর্ধনগ্ন অবস্থায় আছেন। “আমরা তাড়াতাড়ি ঘর থেকে কাপড় এনে তাকে দেই। তাকে নিয়ে তার ঘরের দিকে যাওয়ার সময় একজন পুরুষ চলে যাচ্ছিল, তখন ওই নারী...