জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিকদলগুলো এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি। এদিকে, বিএনপির সঙ্গে মতপার্থক্য কতোটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতারা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বলেও বিএনপিসহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐকমত্য কমিশনর দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়েই...