রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে ফরিদপুরের নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন। তিনি জানান, সিদ্দিক মিয়াকে ভাঙ্গা থানার পুলিশ নয়, জেলা ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে দুপুরের আগে বিস্তারিত জানানো হবে। আন্দোলনকারীদের সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল ও পলাশ মিয়া বলেন, শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে সিদ্দিক মিয়া নতুন কর্মসূচি ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে নগরকান্দা থানার চান্দ্রা ইউনিয়নে তার বোনের বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। কী কারণে তাকে আটক করা হয়েছে তা তারা জানেন না। এ ঘটনায় আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। আলগী ইউনিয়নের অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষার দাবিতে চলমান...