শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডের পথ সুগম হতো বাংলাদেশের। এজন্য শনিবার জয়ের জন্য নেমেছিল টিম টাইগার্স। তবে লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন জাকের আলি ও শামিম হোসেন। যদিও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। যে কারনে এবারের এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডের পথ বেশ খানিকটা কঠিনই হয়ে গেল বাংলাদেশ দলের।বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমত উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ এই ম্যাচে টাইগারদের ৬ উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা।আরব আমিরাতের ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাপট দেখান লঙ্কান ব্যাটাররা। মোস্তাফিজ-শরীফুলদের পাত্তাই দেননি পাথুম নিশাঙ্কা, কামিল মিশারারা। ওপেনার নিশাঙ্কা ৫০ রানে বিদায় নিলেও কামিল ৪৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতেয়ে ছাড়েন মাঠ। তবে এদিন...