শাহরিয়ার হাসান ওরফে শাহরিয়ার বাঁধনকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরামের এক যুগ পূর্তি হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা ও সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এসময় গাজী টেলিভিশন-জিটিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার হাসান ওরফে শাহরিয়ার বাঁধনকে সম্মাননা দেওয়া হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিত্ব এবং সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, উদ্যোক্তা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য...