চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থী পেল বিরল সংবর্ধনা। "আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব" শ্লোগানে ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনার আয়োজন করে গাজী কে.ডি ফাউন্ডেশন। শনিবার বিকেল ৪টায় পটিয়া সদরের 'মিনা কনভেনশন' হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। সংগঠনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। আমরা যে পেশায় গ্রহণ করি না কেনো, তা যেন মানুষের উপকারে আসে। মানুষের জন্য কাজ করতে পারার মধ্যেই রয়েছে পেশাগত জীবনের...